Monday, October 13, 2008

Push Science and technology in the mind of the influential people, policy makers of our country

On Saturday, 11 October, 2008 Mr. Motiur Rahman, Editor of the Prothoma-alo has written a commentary.

At the end of the commentary, he has expected that this time the manifestos of our political parties will not be as usual. " আমরা আশা করব, রাজৈনিতক দলগুলোর এবারের নির্বাচনী ইশেতহার গতানুগতিক হবে না৷ রাজৈনিতক ও অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্হ্য, কর্মসংস্থানসহ জরুরী জাতীয় সমস্যা সমাধানের আশু ও সুদূর প্রসারী লক্ষ্যের পরিকল্পনা থাকতে হবে ।"
http://www.prothom-alo.com/index.news.details.php?nid=MTkyODM=

The next day, the same daily made the leading news of Khaleda zia’s briefing to the Krisok dal leaders about election preparation of BNP. In her briefing She said: " আমরা নির্বাচন মূখী দল ।আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই ।এজন্য নির্বাচন নিয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে । যে কাজ গুলো করা দরকার, সে গুলো করার জন্য ইতিমধ্যেই আমরা বিভিন্ন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছি।ইতিমধ্যে আমরা টাস্কফোর্সের মত কতগুলো কমিটি গঠন করে দিয়েছি।তারা শিক্ষা,কৃষি,শিল্পসহ বিভিন্ন খাতের উন্নয়নে সুপারিশ প্রণয়ন করবে । " http://www.prothom-alo.com/archive/news_details_home.php?dt=2008-10-12&issue_id=1069&nid=MTkzMDU=

None of the above influential persons of our country has mentioned about scientific research and technology development. But who does not know that for progress of any country at a satisfactory pace, scientific research and technology development is of crucial importance .

Should not we, scientists, push Science and technology in the mind of the influential people, policy makers of our country?

Can not we send an email, make a phone call to these people or directly talk to them if they are within our reach for the sake of science and technology, for the sake of the country?